প্রকাশিত: Wed, Nov 8, 2023 12:20 AM
আপডেট: Tue, May 13, 2025 10:27 PM

[১]যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে আগুন দিলেন এক বাংলাদেশি

মুসবা তিন্নি: [২] বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর তিনি এই ঘটনা ঘটান। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। সূত্র: আরটিভি

[৩] ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। ব্রুকলিনে তার বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া হঠাৎই ভাড়া দেওয়া বন্ধ করে দেয় আবার বাড়ি ছাড়তেও চাড না। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সেখানে অগ্নিসংযোগ ঘটান তিনি। ওইদিন ভোর পাঁচটার দিকে নিজের বাড়ির একটি সিঁড়িতে আগুন লাগান অভিযুক্ত রফিকুল ইসলাম।

[৪] এ ঘটনার আগে, বাড়ি ভাড়ার দাবিতে অভিযুক্ত রফিকুল ইসলাম তার ভাড়াটিয়ার গ্যাস এবং বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ভাড়া পরিশোধ না করলে বাড়িতে আগুন লাগিয়ে দেবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

[৫] ওই ভবনের দ্বিতীয় তলায় একটি দম্পতি তাদের সন্তাদের নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে তারা দ্রুত ভবনটির ছাদে আশ্রয় নেয়। পরে ফায়ার সার্ভিসের ৬০ জন কর্মী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বাসিন্দাদের উদ্ধার করেন। পরে সামান্য আহত সাতজনকে জামাইকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

[৬] ফায়ার সার্ভিস বিভাগ জানায়, গত চার সপ্তাহ ধরে তারা ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন। সেখানে তারা আগুন লাগার দিন বাড়িটিতে একটি মুখোশ এবং হুডি পরা ব্যক্তিকে বারবার আসা যাওয়া করতে দেখে এবং পর্যবেক্ষণের মাধ্যেমে বুঝতে পারে সেই ব্যক্তিটি রফিকুল ইসলাম নিজে। সম্পাদনা: ইমরুল শাহেদ